

মোহাম্মদ অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় দপ্তর থেকে পূর্ব ঘোষিত সমাবেশ ২৪ শে ফেব্রুয়ারি, রোজ সোমবার, দুপুর ২ ঘটিকায় ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশটির সমাবেশ স্থল ব্রাহ্মণবাড়িয়া জেলা পৌর মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নেতা স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন জনাব এম এ মান্নান, আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য সচিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক , ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা আখাউড়া ৪ আসনের বিএনপি নেতা জনাব আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কসবা আখাউড়া তথা ব্রাহ্মনবাড়িয়া জেলার গণমানুষের নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। তিনি বলেন ‘ প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তিনি আরও বলেন আমি প্রথমেই স্মরণ করতে চাই ২৪ এর যোদ্ধা শহীদ মীর মুগ্ধকে ও আরো স্মরণ করতে চাই যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন। তিনি বলেন বিগত ১৬ টি বছর যে সকল নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা সাথে স্মরণ করেন। উক্ত সমাবেশে তিনি বলেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজ একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয়েছি৷
উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার গণমানুষের নেতা জনাব আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন যে আমাদেরকে যেকোনো অবস্থায় ও যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোন বিকল্প নাই।এই দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন। গণমানুষের সফল এই নেতা বলেন আমি আমার কর্মী সমর্থক ও নেতৃবৃন্দদেরকে কখনোই বেয়াদবি শিক্ষা দেয় নি। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও উন্নতশীল দেশ গঠন করার জন্য ঐকের কোন বিকল্প নাই।
ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ রাজনীতিক ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন মানুষের মন জয় করতে হলে আগে মানুষকে ভালবাসতে হবে। আমাদের প্রিয় এই মাতৃভূমিকে এগিয়ে নিতে হলে নিজেদের মধ্যে কোনও রকম ভেদাভেদ সৃষ্টি করা বা রাখা যাবে না। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালি দেশ হিসেবে গঠন করতে হবে। উক্ত সমাবেশে জনাব আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া সাহেবের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জনসমাবেশে উপস্থিত হয়।p