মার্চ ২৫, ২০২৫
Home » এমপির টাকা লুটপাট করে কোটিপতি ইউনিয়ন আওয়ামীলিগ নেতা বাবলু
1000152396

স্টাফ রিপোর্টার

গাজীপুর কালিয়াকৈর উপজেলা সফিপুর এলাকায় এক আওয়ামী লীগ এমপির অবৈধ টাকার পাহাড় গড়ছে আর এক আওয়ামী লীগ নেতা, গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকেই  শুরু হয়ে গেছে অবৈধ টাকার ভাগ বাটোয়ার, ভোলা দুই আসনের এমপি আলী আজম মুকুলের অবৈধ টাকার পাহাড় গড়েছে, মোহাম্মদ মনসুর আহমেদ বাবলু। সাংগঠনিক সম্পাদক কুতুবা ইউনিয়ন আওয়ামী লীগ।
মোহাম্মদ মনসুর আহমেদ বাবলু, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে ঘোরাফেরা করে বলে জানা গেছে। এই দেখে আওয়ামী লীগের এমপি  আলী আজম গত ৫ আগস্টের হত্যা মামলার আসামি তাকে, গ্রেফতার করে গাজীপুর কাশিমপুর জেলখানায় রাখা হয়েছে, জানা গেছে অন্যদিকে  মোহাম্মদ মনসুর আহমেদ বাবুল এই সুযোগে, ভোলা 2 আসনের এমপি আলী আজম মুকুলের ব্যাংকের যত কাগজপত্র টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেয় এই বাবুল আহমেদ।
গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এমপি আলী আজম মুকুলের সঙ্গে জেল খানায়  গোপনে দেখা করেন বাবুল আহমেদ, ভোলা জেলার কুতুবা ইউনিয়নের, জনগণ বলেন, একজন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হয়ে কোটি কোটি  টাকার মালিক কিভাবে হয়। এলাকার লোকজন আরো বলেন, এমপি গ্রেফতার হওয়ার পর থেকেই। গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ মনসুর আহমেদ বাবলু, এখন সে বলে আমি,  রাজনীতি থেকে বের হয়ে সফিপুর বাজারে আমার নাম হয়েছে, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, আমি কোটি টাকার ব্যবসা করি, এ বিষয়ে এমপি মুকুলের স্ত্রী বলেন, বাবুল আহমেদ আমাদের যত টাকা-পয়সা ছিল সব প্ল্যান করে আমার স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে এর উপযুক্ত বিচার চাই।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *