
মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা , অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবিতে এই সমাবেশ অনুষ্টিত হয় রাজবাড়ী মাঠে , সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় , সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি , সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক মিলন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , হুমায়ুন কবির খান, প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, শাহ রিয়াজুল হান্নান, অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, বিএনপি’র এই সমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ আসেন এ সময় কালিয়াকৈর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক দুঃসময়ে যিনি দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে ভালোবেসে বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও পিছু হটেনি সাইজুদ্দিন আহাম্মেদ এর নেতৃত্বে আনন্দ উৎসবমুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে যোগ দেন।