

শেখ শহিদুল ইসলাম মিঠু, ব্যূরো প্রধান খুলনা
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ৬,টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। আহবায়ক সদস্য সচিব মুখপাত্র, এবং মুখ্য সংগঠকর পাশাপাশি জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক ও জ্যৈষ্ঠ যুগ্ন সদস্য সচিব নামে দুটি পথ রাখার সিদ্ধান্ত হয়েছে।
নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোন সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম, দলের মূখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে
এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সংশ্লিষ্ট সূত্র খুলনা সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছে, দল ঘোষণার আগে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি), সন্ধ্যা সাড়ে ৬,টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।
নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, তবে দলের সদস্য সচিব পদ নিয়ে নেতাদের মধ্য মদবিরোধ দেখা দেয়, পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তবে আর ও দুটি পদের বিষয়ে প্রস্তাব এসেছে, এদিকে পদগুলোতে কারা থাকছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, ছাত্রনেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নয়া দলটির হাল ধরার সম্ভাবনা রয়েছে, সেটি হলে উপদেষ্টা পথ থেকে পদত্যাগ করবেন তিনি।
অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক পদে আলী আহসান জুনায়েদের (শিবিরের,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি) নাম বিবেচনায় আছে, আর দলের জ্যৈষ্ঠ যুগ্ন সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।
শ্রেষ্ঠ ছয়টি পদের বাইরে নতুন দল গুরুত্বপূর্ণ পথ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ন আহবায়ক সারওয়ার তুষার, শারমিন জারা ওঃ আরিফুল ইসলাম আদীর যুগ্ন সদস্য সচিব অনিক রায়, মাহবুব আলম ও অলীক মৃধাএ ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে , নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে তবে ওই দিনই অনেক বড় পরিসরে জমায়েত করার পরিকল্পনা এখন পর্যন্ত নেই ।