মার্চ ২৫, ২০২৫
Home » দুমকিতে বিএনপির একই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
IMG-20250224-WA0000_1

‎‎মোঃ সজিব সরদার, ‎ক্রাইম রিপোর্টারঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল(পবিপ্রবি)তে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীপন্থী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ‎সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধান আসামী বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদারকে নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সূত্রে জানাজায় রবিবার রাতে দুমকি উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু বাদী হয়ে উপজেলা বিএনপির অপর সদস্য আনোয়ার হোসেন হাওলাদারকে প্রধান আসমী করে মোট ০৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।মামলার অন্য আসামীরা হচ্ছেন, বেল্লাল হাওলাদার(২০), মুহাম্মদ রিফাত (২২), বাবুল প্যাদা(৩৫) ও রাসেল হাওলাদার(৩৫)।

‎এজাহারে বাদী অভিযোগ করেছেন, আসামীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাথারি আঘাত করেছেন এবং তা ঠেকাতে গিয়ে তাঁর বন্ধু মো.ইব্রাহীম গুরুতর আহত হয়েছে। আসামীরা এসময় তাদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি করেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎এবিষয়ে দুমকি থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্ততারকৃত আসামীকে আইনগত বিষয়গুলো শেষ করে আদালতে প্রেরন করা হবে।

‎উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি রবিবার পবিপ্রবি প্রশাসনের সঙ্গে  মতবিনিময় করতে আসেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান,সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আলতাফ চৌধুরীর দুই গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান আহত হন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *