

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
পাইকগাছা পৌরসভায় কয়েকটি সড়কের পাশে মাটি ও গাইড ওয়াল না থাকায় হুমকির মুখে কোটি কোটি টাকার সরকারী রাস্তা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধসে যেতে পারে ওই সড়কগুলো। প্রতিকারে পৌর কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, পৌরসভার বাতিখালী ৬নং ওয়ার্ডস্থ বীর মুক্তিযোদ্ধা স.ম ইউসুফ আলী সড়কটির পূর্ব পাশে সম্পূর্ণ খাল। অতিবৃষ্টি, জলাবদ্ধতায় ওই রাস্তার পাশের মাটি ধসে যায়। ফলে রাস্তাটিতে যানবাহন চলাচল বিপদজনক হয়ে পড়েছে। বলতে গেলে ওই ওয়ার্ড পৌরসভার ভিআইপি ওয়ার্ড বলা হয়ে থাকে। ওই সড়কের মাথায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ ও পশ্চিমে উপজেলা পরিষদ এলাকা, লতা ইউনিয়ন অধিকাংশ গ্রামের মানুষ সড়ক দিয়ে চলাচল করেন।
সড়কটি নির্বাচন অফিসের গেট থেকে অবঃ ব্যাংকার শাহাদাত হোসেন, মরহুম খয়বার স্যারের বাড়ি হয়ে হয়ে সা সহঃ শিক্ষক সুখদেব সানার বাড়ি পর্যন্ত, ওই ওয়ার্ডে আয়শা নিগার নূরের বাড়ি থেকে মরহম লেলিন এর বাড়ি পর্যন্ত, সরল ৫নং ওয়ার্ডস্থ ফসিয়ার রহমান সড়ক এবং ৫ নং ওয়াডের অবাসন প্রকল্প এবং সরল বাইতুল ফালা জামে মসজিদে যতায়াতের রাস্তাটি মরন ফাদে পরিনিত হয়েছে। , সরল ৪নং ও বাতিখালী ৯নং ওয়ার্ডস্থ সীমান্তবর্তী রাস্তা আকবর স্যারের বাড়ি হতে ওয়াপদা অভিমুখী কুদ্দুস স্যারের বাড়ি পর্যন্ত একাধিক সড়কে এমন চিত্র লক্ষ্য করা যায়। সড়কগুলোর পার্শ্বে মাটি ওগাইড ওয়াল না থাকায় পৌরবাসী চরম ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। ইতোপূর্বে একাধিক ছোটখাট দুর্ঘটনাও ঘটেছে ঐ সব রাস্তায় । ভারি যান চলাচল করলে যেকোনো সময় ধসে দুর্ঘটনা ঘটবে বলে মনে করেন সচেতন মানুষ । অনেক স্থানে গর্ত ও সড়কের পাশ ভেঙে গেছে। সম্প্রতি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি উল্টে খালের পানিতে পড়ে যায় সরল ৪ নং ওয়ার্ডে। ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জানান, আমি দায়িত্ব থাকাকালীন বাঁশ দিয়ে গাইড ওয়াল করা ছিল।
দীর্ঘদিনে এগুলো নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই সকল স্থানে রাস্তার তলায় মাটিও সরে গেছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত স্থানীয়ভাবে গাইড ওয়ালের ব্যবস্থা করতে পৌর প্রশাসক মহোদয়ের নিকট দাবি জানাই। সাবেক ৫নং ওয়ার্ডে সরল বাতুল ফালা জামে মসজিদ সড়ক টি জনগণের অযোগ্য হয়ে পরেছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এছাড়া আবাসনের ১ থেকে ৩ নং ব্রাক হতে শিউলির বাড়ি এবং সামাদ মিস্ত্রির বাড়ি থেকে আজিজুর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তার পাশে মাটি নেই। সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা মো লালু সরদার বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রকৌশলী এমএ নূর আহম্মাদসহ আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। মাটি ভরাট ও গাইডও য়াল গুলো আগামী টেন্ডারে সংযুক্তির জন্য পৌরসাক ও ইউ এন ও মাহেরা নাজনীন নির্দেশনা দিয়েছেন।