

মোঃ শরীফ মিয়া, স্টাফ রিপোর্টার
জামালপুর ইসলামপুর পৌরসভা টংগের আলগা ধন্নাপাড়া গ্রামে। কয়েকটি পরিবার তাদের পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত বাঁশ দিয়ে দারকি (চাই) কাঠি ধুইয়ের পলো মাছ ধরার সরঞ্জাম তৈরি করে। বিভিন্ন হাটবাজারে বিক্রি করে তাদের জীবিকা উপার্জন করে সংসার চালাত। বর্তমানে বাজারে চায়না জাল আশাতে তাদের হাতে বানানো এই মাছ ধরার বাঁশের সরঞ্জাম হাটবাজারে আর বিক্রি হয় না। এই সমস্ত পরিবার গুলো অন্যান্য এনজিও তে কিস্তি উপর ঋণ নিয়া বাঁশ বেত প্লাস্টিকের তার সুতা ক্রয় কোরিয়া অনেক জিনিস তৈরি করে ঘরে জমা করে রেখেছে। সেই জিনিসগুলো হাটবাজারে আর বিক্রি হয় না অচল হয়ে গেছে। বর্তমানে এই পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে কিভাবে পরিশোধ করবো কিস্তির টাকা ছেলে-মেয়েদের ও লেখাপড়া কড়াইতে পারছেনা। বর্ষার সময় বৃষ্টি আসলে অন্যের ঘরে আশ্রয় নিতে হয়। অনেক কষ্টে দিন চলিতেছে পরিবারগুলো (মোঃ আবেদ আলী (প্রতিবন্ধী) মোঃ গুঞ্জর আলী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে