

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে বেপোয়ারা গতির ট্রাকের চাপায় খোকা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত খোকা মিয়া উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার রাজ মাহমুদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকায় মঙ্গলবার বিকেলে এক চায়ের দোকানে চা পান করার পর নালিতাবাড়ী-নকলা মহাসড়ক পার হচ্ছিলেন খোকা মিয়া।
এ সময় নালিতাবাড়ী থেকে নকলাগামী পণ্যবাহী একটি ট্রাক খোকা মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান খোকা মিয়া। এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে ধরার চেষ্টা চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ব্যতীত লাশ হস্তান্তর করা হয়েছে ।