

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে। যে সমস্ত নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে, সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপি আয়োজিত শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিতাই রায় চৌধুরী বলেন, জাতিকে মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে।
বিএনপি দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি কোনোভাবেই আগে স্থানীয় নির্বাচন চায় না। আগে জাতীয় নির্বাচন হতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। জনসমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলম। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম হাবিব, শেখ তারিকুল হাসান, মৃণালকান্তি রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্ট প্রমুখ।