

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত রাখে। আর মসজিদ হল এই পবিত্র নামাজ আদায়ের উৎকৃষ্ট স্থান। তাই মসজিদের খেদমত ও পরিচর্যা করা সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিএসপি চেয়ারম্যান বলেন, দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মসজিদের ইমাম খতিবদের অবদান কোনো অংশে কম নয়। বস্তুত সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদের ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এমন নামধারী ইমাম থেকে মসজিদগুলো কে মুক্ত রাখতে মসজিদ কমিটি ও মুসল্লীদের আরও বেশি সচেতন হওয়া দরকার বলেও জানান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চন নগরে রহমানিয়া মইনীয়া জামে মসজিদের উদ্বোধন পরবর্তী দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, আমতল সিদ্দীকিয়া মইনীয়া সুন্নিয়া দাখির মাদ্রাসার সুপার মাওলানা বাকের আনসারী, হাফেজ মোহাম্মদ কবির হোসাইন, হাফেজ মোহাম্মদ কেরামত আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কাঞ্চন নগর ইউনিয়ন শাখার সভাপতি নেজাম সওদাগর, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কাঞ্চন নগর শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক, ওসমান, মসজিদের সভাপতি জানে আলম, এজাহার, হাফেজ সাইফুদ্দিন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।