

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি
ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর, পূর্ব ইউনিয়নের ওল্ড স্কিন মাদ্রাসার ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল সোমবার (২৪ফেব্রুয়ারি) সকাল ১০ টায়,সুবিদপুর গ্রামের ওল্ড স্কিন দাখিল মাদ্রাসায় মাঠে।
এতে ওল্ড স্কিন দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে, ও ওল্ড স্কিন মাদ্রাসার সুপার আক্তার হোসেনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৌদি আরব দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি,ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি মাহবুব মোল্লা সোহাগ।
প্রধান অতিথি মাহবুব মোল্লা সোহাগ বলেন, আজকে এই ওল্ড স্কিন দাখিল মাদ্রাসার বিদায় ছাত্র-ছাত্রীদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভকামনা ও দোয়া আশা করি তারা ২০২৫ সালের দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখবে,শিক্ষক ও মা বাবার নাম অক্ষুন্ন রাখবে, আজকের এই মাদ্রাসার ছাত্র,ছাত্রীরাই আগামী দিনের আলেম-ওলামা সৃষ্টি হবে এবং তারা দিনও দুনিয়ার কল্যাণে কাজ করবে,আমরা তাদের কাছে এই প্রত্যাশা করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের মোহাম্মদ রবিউল ইসলাম জুয়েল, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা যুবদলের মোঃ তাজুল ইসলাম মিজি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হানিফ মুন্সি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইমরান হোসেন পাটোয়ারী প্রমূখ। আলোচনা শেষে কীর্তি-শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাহবুব মোল্লা সোহাগ। পরিশেষে দোয়া ও মোনাজাত ও পরিচালনা করেন,সুবিদপুর দরবার শরীফের আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন।