

মোঃওয়াজ কুরনী, দিনাজপুর হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে পরিষদে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, বিআরডি অফিসার গোলাম রব্বানী, পৌর প্রকৌশলী হাবিবুর রহমান, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহিরুল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আলিহাট ইউপির প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, বোয়ালদাড় ইউপির প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও একই স্থানে হাকিমপুর উপজেলায় প্রথম বারের জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।