

নজরুল ইসলাম নিরব, স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় মাদক নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।নিহত মোমেনুল ইসলাম মোমিন (২৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে।তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার হারুন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), একই এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে রমজান (২৬), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্ব পাড়া এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর অপরাধী রয়েছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে বিরোধ চলছিল।
সেই বিরোধের জেরে মঙ্গলবার রাতে রুবেলের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মোমিনকে কুপিয়ে হত্যা করে।পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ১ ঘন্টার মধ্যে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে নজরুল ও আসিফ নিজে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে বাইপাইল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রুবেলের নেতৃত্বে মোমিন নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে মোমিনকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় আমরা রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করি। তিনি আরো বলেন, ‘আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে।