জুন ১৪, ২০২৫
Home » কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার 
২৬ ফেব্রুয়ারি ২০২৫, কক্সবাজার— কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নির্দেশনায় প্রসিকিউটর উম্মে সালমার নেতৃত্বে রেইডিং টিম রামু থানাধীন হিমছড়ি বাজার এলাকায় ২৬ ফেব্রুয়ারি রাত ৭:৩০ মিনিটে অভিযান চালায়। অভিযানে ১০,০০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লক্ষ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মিনারা আক্তার (২৫), স্বামী- নজরুল ইসলাম, ঠিকানা: হাজিনগর, ওয়ার্ড নং-৫৬, টঙ্গি পশ্চিম থানা, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।
২. লায়লী (৩২), স্বামী- মোঃ আরিফ, পিতা- মৃত লাল মিয়া, ঠিকানা: হাজিনগর, ওয়ার্ড নং-৫৬, টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ তায়রিফুল ইসলাম বাদী হয়ে রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *