মার্চ ২৩, ২০২৫
Home » ঠাকুরগাঁওয়ে দুঃস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার
Messenger_creation_F4F5ECBC-BF44-41EF-8637-E243C61A3B0B
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ                                          
 বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারি সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে দুইশতাধিক দুঃস্থ পরিবারের মাঝে গরু, ছাগল, টিউবওয়েল এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্যসামগ্রী, বিতরণ করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের সালন্দর ঈদগাঁ মাঠে আয়োজিত এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন তিনি।
এর মধ্যে একটি পরিবারে একটি বকনা গরু, ষোলটি পরিবারে একটি করে বকরী ছাগল, পাঁচটি পরিবারে একটি করে টিউবওয়েল এবং দুইশত পরিবারের মাঝে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফুড পেকেট বিতরণ করা হয়। প্রতিটি ফুড পেকেটে রয়েছে ১৬ কেজি চাল, ১ কিজি মশুর ডাল, ১ লিটার তেল,৩ কেজি ছোলা, ৫ কেজি আলু ও  ১কেজি খেঁজুর।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেন, জেলা জামায়াতের সেক্রোটরী মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন, সদর থানা সেক্রেটারী এসএম আদিউল ইসলাম, জামায়াত নেতা রাজিউর রহমান, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিন বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্যও রাখেন দেলাওয়ার হোসেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *