

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল ১৩ ফাল্গুন ১৪৩১ বাংলা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং বুধবার শুভ অধিবাসের মধ্য দিয়ে দেশ মাতৃকার শুভ কল্যাণ মঙ্গলার্থে ও বিশ্বমানবতার শান্তি কল্পে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামের কর্মকার পাড়া সার্বজনীন শ্রী শ্রী কালীমন্দির অঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভগ্বদ্ গীতা পাঠ গঙ্গা আবাহন, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফাল্গুন ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন এবং ১৫ ফাল্গুন ২৮ ফেব্রুয়ারি শুক্রবার কুঞ্জভঙ্গ, অন্তে মধ্যাহ্নে শ্রী শ্রীমন্মহাপ্রভুর ভোগ আরতি, ভোগ দর্শন, ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
১৬ ফাল্গুন ১মার্চ শনিবার দধিমঙ্গল ও মোহন্ত বিদায় হবে। এই হরিনাম যজ্ঞা এবার ৪১ তম অনুষ্ঠানের অধিবেশনে লীলা রসমৃত পদাবলী কীর্তন পরিবেশন করবেন, বগুড়া জেলার শ্রী উত্তম কুমার সাহা। রাজশাহীর শ্রী প্রেমানন্দ হালদার। বগুড়া জেলার শ্রী গৌরব কুমার সরকার। নন্দীগ্রাম উপজেলার শ্রী সোহাগ রায়। হরিনাম যজ্ঞাঅনুষ্ঠানের কমিটিবৃন্দরা জানান, অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞাঅনুষ্ঠান উপলক্ষে কমিটির পক্ষ থেকে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে, এবং সেই সঙ্গে সকল ভক্তবৃন্দদের নামযজ্ঞা অনুষ্ঠানে আমন্ত্রণও নিমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে নামযজ্ঞা অনুষ্ঠান কইল কর্মকার পাড়া সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণ সকল ভক্তবৃন্দর ও নর নারীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে।