

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা রাতভর ছিল ডাকাত আতঙ্কের জনপদ। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর
পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদে ডাকাত প্রবেশের মাইকিং করলে
উপজেলার সর্বত্র এমন আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সাথে নিয়ে সিলেটের
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান নিজেই ছুটে যান বিশ্বনাথে। এছাড়াও থানা পুলিশের সাথে দেশীয় অস্ত্র হাতে নিয়ে পুরো উপজেলায় লোকজনও ছিলেন পাহারাদার। গত ৫ আগস্টের পর চারিদিকে ডাকাতী ও ছিনতাই আতঙ্কের জনপদে রয়েছেন জনসাধারণ। এরই মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ করে উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদের মাইকে ঘোষনা দেয়া হয় যে বিশ্বনাথে ডাকাত প্রবেশ করেছে। এতে থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে
সজাগ থাকার আহবান জানানো হয়। এ নিয়ে উপজেলার সর্বত্র আতঙ্কের সৃষ্টি হলে বিভিন্ন এলাকার লোকজন পুলিশের সাথে দেশীয় অস্ত্র হাতে নিয়ে পাহারা দেয়া শুরু করেন।
খবর পেয়ে সিলেটের পুলিশ সুপার নিজেই অতিরিক্ত পুলিশ সাথে নিয়ে বিশ্বনাথ উপজেলার প্রত্যান্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় টহল দেন। তিনি রাত ১২ টায় বিশ্বনাথে গিয়ে টহল অব্যাহত রেখে ভোর ৫টার সময় সিলেটে চলে যান। পুলিশ ও জনসাধারণের তৎপরতার কারণে উপজেলা কোনো গ্রামে ডাকাতির ঘটনা ঘটেনি। তবে উপজেলাটি রাতভর ছিল আতঙ্কের জনপদ। থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, তিনি গোয়েন্দা সূত্রে জানতে পারেন একদল ডাকাত বিশ্বনাথে প্রবেশ করেছে। এমন খবর পেয়ে তিনি সর্বত্র মাইকিং করে জনসাধারণকে সচেতন তাকার জন্য আহবান জানান। পুলিশ ও জনসাধারণের তৎপরতার ফলে কোথাও ডাকাতীর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।