

শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার
জামাল পুর ইসলাম পুর আজ ২৭ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার ১১টা সময় উপজেলা হলরুমে নাপিতের চর শাহ্ পাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নতুন মাইক সেট দান করেন কৃতজ্ঞতা প্রকাশের অনেক ধরন আছে—কখনো তা শুধু কথায় বা লেখায় সীমাবদ্ধ থাকে, আবার কখনো তা এত গভীর হয় যে, শব্দ দিয়ে পূর্ণতা দেওয়া যায় না। আজ আমরা ঠিক এমনই এক কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ তৌহিদুর রহমান মহোদয়ের প্রতি।
গতকাল নাপিতের চর শাহ্ পাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদের মাইক সেট চুরি হওয়ার পর বিষয়টি লিখিতভাবে ইউএনও মহোদয়ের কাছে উপস্থাপন করা হয়। পবিত্র মাহে রমজান ও রোজাদা রদের কথা চিন্তা করে তিনি মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন। কোনো সময়না নিয়ে দৃত ভাবে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে মসজিদের জন্য একটি নতুন মাইক সেট মসজিদ কমিটির নিকট হস্তান্তর করেন এই মহৎ উদ্যোগে তিনি শুধু একটি মসজিদকেই নয়, পুরো এলাকাবাসীর হৃদয় জয় করেছেন। তার এই উদারতা, মানবিকতা এবং দায়িত্ববোধের জন্য এলাকাবাসী আমরা সবাই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ ও শুভেচ্ছা, জনাব মোঃ তৌহিদুর রহমান! আপনার এই মহৎ কাজ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।