

দেলোয়ার হোসেন মনির, লাকসাম প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে যে দামে কেনা তার চেয়ে কম দামে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা পশ্চিম পাড়া মাদ্রাসা মাঠে সমাজের নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের জন্য রমজানের নিত্যপণ্য বিক্রির আয়োজন করেছে ওই সংগঠনটি।
সংগঠনের সদস্য মোহাম্মদ শাহ নুর রনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচী “যে দামে কেনা তার চেয়ে কম দামে বিক্রি” কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন- খুন্তা ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী ওমর ফারুক, উপদেষ্টা নাজমুল হক মিঠু, হাজী শাহজাহান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, কার্যকরি সদস্য মো. মাহবুব আলম, জুয়েল হোসেন, রাকিব হাসান, শরীফুল ইসলাম, ইঞ্জি. রাজু আহমেদ, কম দামে বিক্রি নিত্যপণ্যের মধ্যে রয়েছে- এক কেজি সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি ছোলা, এক কেজি খেশারির ডাল, এক কেজি মুড়ি ও এক কেজি চিনি। পাইকারী দামের চেয়ে ৬০ টাকা কমে ৭০০ টাকা কেনা পণ্য ৬৪০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং পণ্যের সঙ্গে রমজানে তৃষ্ণা মেটাতে এক প্যাকেট ট্যাংক ফ্রি দিচ্ছেন আয়োজকরা।
সকালে ওই কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন- পবিত্র মাহে রমজান উপলক্ষে “যে দামে কেনা তার চেয়ে কম দামে বিক্রি” কার্যক্রম সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিগণ প্রতিটি এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করলে সমাজের নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের আর্থিক ব্যয় অনেকটা কমে আসবে। প্রতিটি এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করে নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে ইউএনও খুন্তা ফাউন্ডেশনের ব্যতিক্রম ওই উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের মানবিক ব্যক্তিদেরকে ধন্যবাদ জানান।