

দেলোয়ার হোসেন মনির, লাকসাম প্রতিনিধি
পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবীতে শান্তিপূর্ণ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা। ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম ও পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারীর নেতৃত্বে একটি শান্তিপুর্ণ মিছিল শহরের বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্তরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়৷ সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
উপজেলা আমীর বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে সকলকে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে। রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন- আসছে মাহে রমজান, এই রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব। আমরা যদি রমজানে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখি, পানাহার না করি তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে। যেহেতু বছর পর পর আমাদের মাঝে রমজান মাস আসে। ব্যবসায়ীদের উদ্দেশ্য পৌর আমীর বলেন, আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করবেন, সবাই দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিবেন। আপনাদের আশেপাশে দিনের বেলায় কোন খাবারের দোকান খোলা থাকলে আপনারা বাজারের সবাই মিলে দোকান বন্ধ করে দিবেন। আমরা সবাই যদি এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি। তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে।