জুন ১৩, ২০২৫
Home » শেরপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
Oplus_131072

Oplus_131072

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস , শেরপুর এর যৌথ আয়োজনে রবিবার (২ মার্চ) সকালে ‘তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা
নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো:আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা জাকারিয়া মো: আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল- আহসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা , জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা, নতুন ভোটার, মিডিয়া প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *