

মোঃ ইমরান মিয়া, ফরিদপুর
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষার দাবি এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা (ফরিদপুর) উপজেলা ও পৌরসভা শাখা। শনিবার (১লা মার্চ) বিকাল ৫ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে বিভিন্ন স্লোগানে এ “র্যালি” বের হয়। কাচা বাজার,মাছ বাজার সংলগ্ন রোড দিয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে এসে অবস্থান করে। উক্ত অনুষ্ঠানে উপজেলা আমির মাও: কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এস,এম হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওঃ আবুল হাসান,সাংগঠনিক সম্পাদক এস, এম রিদওয়ানুন নবী, প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের পৌর সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ, পৌর আমির প্রভাষক ওয়াহিদুল ইসলাম, সহ উপজেলা, ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান। বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজানে রোজাদারদের খেদমতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন। পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখুন, রমজানের পরিপূর্ণ হক আমরা যেন যথাযথ ভাবে পালন করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি এজন্য সকলেই সচেষ্ট থাকব।