

সাইফুল ইসলাম তুহিন, স্টাফ রিপোর্টার
ধর্ষণের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে শিক্ষার্থীরা। মাগুরায় নির্মম নির্যাতনের শিকার আছিয়ার জন্য ন্যায়বিচারের দাবিতে আজ নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। পুরো রাজপথ জুড়ে একটাই আওয়াজ—র্ষকদের শাস্তি দাও, এ দেশে তাদের ঠাঁই নেই!”
আজকের মানববন্ধনে নেতৃত্ব দেন এটিআই ছাত্রসংসদের বর্তমান ভিপি মোঃ রায়হান খাঁন। তার সঙ্গে বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী রায়হান উদ্দিন শামীম, তানজিলা আক্তার এবং ৫ম পর্বের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ শুভ, নাহিদা আলম। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্ষকদের বিচার না হলে, আমরা রাজপথ ছাড়ব না। প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, তবে এটিই হবে তাদের বিরুদ্ধে শেষ হুঁশিয়ারি!”
শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে—আমরা ৩ দিনের সময় দিচ্ছি। এর মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা না হলে, দেশজুড়ে অগ্নিগর্ভ আন্দোলন গড়ে তোলা হবে!” প্রশাসনকে হুঁশিয়ার করে তারা বলেছে, “দোষীদের রক্ষা করার চেষ্টা হলে, এই আন্দোলন আরও ভয়ংকর রূপ নেবে!”
ধর্ষকের একটাই বিচার—শুধু মৃত্যুদণ্ড, আর কিছু না!” শাসক যদি ব্যর্থ হয়, তবে রাজপথই হবে শাসক!” ন্যায়বিচার চাই, আর কালবিলম্ব সহ্য নয়!” ধর্ষকের গায়ে আগুন দাও, জনতার রোষ থামবে না!” ধর্ষণকারীরা শকুনের খাদ্য, এ দেশে তাদের ঠাঁই নেই!” শিক্ষার্থীরা সরাসরি বলে দিয়েছে” ধর্ষকদের রক্ষা করার চেষ্টা করো না, নইলে তোমরাও জনতার রোষের শিকার হবে!” তারা আরও জানিয়েছে, “বিচারহীনতার সংস্কৃতি আর চলবে না। এবার রাস্তাই বিচার করবে!” এটিআই বেগমগঞ্জের এই অগ্নিবিক্ষোভ শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং এটি পুরো শিক্ষার্থী সমাজের রক্তক্ষরণ। এই দাবানল থামবে না, যতক্ষণ না দোষীদের শাস্তি হয়! এবার ফয়সালা হবে রাজপথে!