

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
গত ১০ মার্চ, ২০২৫ তারিখ জয়পুরহাটের কালাই উপজেলার পুনটে “আব্দুল লতিফ স্মৃতি পাঠাগার’ কর্তৃক মুক্তিযুদ্ধ জাদুঘর এর উদ্যোগে “আলী জাকের ৩য় মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ” কর্মসূচির উদ্বোধন করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীদের বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সংস্কৃতিজন আব্দুল মজিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, কণ্ঠশিল্পী মশিউল আজম মন্টু চৌধুরী এবং পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আজিজার রহমান।