মার্চ ২৫, ২০২৫
Home » চাটমোহরে দু’টি ‘অবৈধ ইটভাটায় অভিযানে দুই লাখ টাকা জরিমানা

এম এ জিন্নাহ, চাটমোহর পাবনা

পাবনার চাটমোহরে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করায় ও ইটভাটার কোন লাইসেন্স না থাকায় ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ১০’মার্চ (সোমবার) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামে স্থাপিত সিটিবি এবং এআরটি নামক ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইট প্রস্তুত ও. ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে সিটিবি ও এআরটি নামক ইটভাটায় ইট প্রস্তুত করে আসছিল। প্রকাশ্যে কাঠ পোড়ানো হচ্ছে। তাদের কোন প্রকার লাইসেন্স বা অনুমোদন নেই। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৩ দিনের মধ্যে সিটিবি ইটভাটার মালিককে সবকিছু বৈধ করার নির্দেশ দেন। অন্যথায় ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে অবৈধভাবে ইটভাটা না চালানোর ভাটার মালিকদের কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবৈধ ইট ভাটাগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরআগে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধরমগাছায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *