মার্চ ২৫, ২০২৫
Home » ডাঃ শোভন দত্তের যোগদানে আনন্দ উল্লাসে লামার সাধারণ মানুষ
1000020974

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকি ৫০বেডের

জেলার বৃহত্তম জনবহুল উপজেলা লামা উপজেলা। প্রায় ২ লাখ মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থাকে। এ ছাড়া হাসপাতাল থেকে উপজেলার বাইরে আরো দুইটি ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত চিকিৎসা নিয়ে থাকে। আর সেই ইউনিয়ন দুইটি হলো- (১)চকরিয়া উপজেলার বমুবিল ছড়ি ইউনিয়ন (২) আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়ন। যোগাযোগ সুবিধার কারণে এ দুইটি ইউনিয়নের মানুষ চিকিৎসা নিয়ে থাকে। সম্প্রতি এ হাসপাতালে দেখা দেয় ডাক্তার সংকট। পাশাপাশি জনবল সংকট। এ কারণে দেখা দেয় চিকিৎসা সেবা সংকট। ডাক্তার না থাকায় রোগীদের আত্মচিৎকারে ভারি হয় হাসপাতালের পরিবেশ। এ সংকট কাটাতে প্রশাসনসহ সকলে চেষ্টা করছে। তা চলমান রয়েছে।

এদিকে আরেকট গ্রুপ লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট রাখতে ছালাচ্ছে বড় ধরণের ষড়যন্ত্র। তা গত ফেব্রুয়ারী মাস থেকে শুরু হয়। এ ষড়যন্ত্রকারীরা প্রথমে শুরু করে হাসপাতালের আভ্যন্তরীন কল্পকাহিনী দিয়ে। ২য় পর্যায়ে শুরু করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা UHFO ডাঃ এখিং মার্মাকে নিয়ে। মিশনারী মাষ্টার প্লানে ডাক্তার সংকট থাকা অবস্থায় গত ৬ মার্চ ডাং এখিং মার্মা লামা থেকে বদলী হয়ে রোয়াংছড়ি চলে যায়।
এ ছাড়া মার্চ মাসে প্রথম দিকে আরো দুইজন ডাক্তার নিজ ইচ্ছায় বদলী হয়ে চলে যায়।
সর্বশেষ ডাক্তার সংকট কাটাতে সরকার নতুন করে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ডাঃ শোভন দত্তকে। ডাঃ শোভন দত্ত লামা হাসপাতালে যোগদান করতে আসলে বিপত্তি ঘটায় ষড়যন্ত্রকারী গ্রপটি। ঝামেলা করে হাসপাতালে। অবশ্য এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করে। হাসপাতালে নাটকীয়তার শেষ ছিলোনা। চলছে সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ। লামার স্থানীয় জনগন ডাক্তার যোগদানের পক্ষে থাকাায় পরিশেষে সকল নাটকীয়তা শেষে ডাঃ শোভন দত্তকে দায়িত্ব বুঝিয়ে দিতে সম্মত হয়

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *