মার্চ ২৫, ২০২৫
Home » দেবহাটার কোমরপুর বিশাল জনসভায় প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার 
Facebook_creation_C279AFE0-367E-4A82-8C5F-5A56DCA8D07E

আবুল হাসান,  স্টাফ রিপোর্টার :

১২ মার্চ বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজিত কর্মী জনসভা অনুষ্ঠিত হয়েছে। কোমরপুর স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সভায় আরশাদ আলীর সভাপতিত্বেও দায়িত্ব শীলদের  তত্ত্বাবধানে কর্মীদের সার্বিক ব্যবস্থায় হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী সাতক্ষীরা শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী  হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার হেড মুহাদ্দিস।সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামী  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মাহবুব আলম,দেবহাটা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম প্রমুখ।অতিথিবৃন্দরা সভায়  নির্বাচন বিষয় গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ রাখেন।এসময়ে আরও উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়ন আমির সোহরাব হোসেন, রাফসান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু হাসান এর পিতা সমাজ সেবক রফিকুল সরদার সহ অনেকেই।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *