মার্চ ২৫, ২০২৫
Home » নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ছয় দফা দাবি, শাহবাগে বিক্ষোভ
protest-1741679477 (3)

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার 

রাজধানীর শাহবাগে মঙ্গলবার ধর্ষণের বিরুদ্ধে ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকে তারা মিছিলসহ জাতীয় জাদুঘরের সামনে এসে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো—

১. ধর্ষকের শাস্তি জনসমক্ষে নিশ্চিত করা। ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দিলে সমাজে দৃষ্টান্ত স্থাপন হবে।
২. প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
৩. দ্রুত বিচার নিশ্চিত করতে ধর্ষণের ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার, মেডিকেল রিপোর্ট তৈরি ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে এবং পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
৪. ধর্ষণের ঘটনায় সালিশি বিচার নিষিদ্ধ করতে হবে এবং প্রশাসনের কারও সহযোগিতায় ধর্ষক ছাড়া পেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরিচ্যুত করতে হবে।
৫. ধর্ষণে জড়িত ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হলেও শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমৃত্যু কারাদণ্ডের বিধান করতে হবে।
৬. চলমান ধর্ষণ মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, নারী নির্যাতন বন্ধে দ্রুত আইন বাস্তবায়ন করা না হলে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *