

মোঃ কাওসার আলি,শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক কলেজ মাঠে বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ বিকাল চারটার সময় হতে দাদনচক কলেজ মাঠে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মিরা আসতে থাকে সেই সাথে দিন মজুর হতে রিক্সা চালক অটোচালক সহ প্রায় ৫ থেকে ৬ হাজার লোকের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বেলাল ই বাকি ইদ্রিসী বলেন আল্লাহর ইচ্ছে তে আমরা একত্রিত হতে পেরে মহান রবের দরবারে সুকরিয়া জানায়,গত ১৫ বছর এ ধরনের আয়োজন করতে না পারার বেদনা তুলে ধরেন সাধারন মানুষের কাছে, তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ সৈরাচার মুক্ত বাংলাদেশ দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করতে পারছে তিনি আরো বলেন দল যদি তাকে নমিনেশন দেয় তাহলে জনগনকে সাথে নিয়ে শিবগঞ্জের মানুষ কে মডেল শিবগঞ্জ উপহার দেওয়ায় হবে আমার প্রধান লক্ষ। পরিশেষে তারেক রহমান সহ বেগম জিয়ার সুস্থ তা কামনা করে মোনাজাত করা হয়,