এপ্রিল ২৭, ২০২৫
Home » সৈয়দপুরে আঞ্জুমান এ আশরাফীয়ার বার্ষিক সম্মেলন ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত
FB_IMG_17419656711847306

তৌসিফ রেজা, সৈয়দপুর নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট সূফিবাদী সংগঠন, “আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট” সৈয়দপুর উপজেলা শাখার ৪র্থ বার্ষিক সম্মেলন ও  ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) শহরের পৌরসভা সড়কস্থ আদিবা কনভেনশন হলে উক্ত মহতী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেখ নিজামউদ্দিন আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন খালিকুর রহমান(মহি) আশরাফী (আহ্বা য়ক,আইটি সাব কমিটি)  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খানকাহ্  আলিয়া আশারাফীয়া হাসানিয়া সারকারে কালাঁর  সাধারণ সম্পাদক মো. আহমেদ আলী আশরাফী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজহার সুলতান রিজভী, আহলে সুন্নাত সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি খলিফা সৈয়দ আসিফ আশরাফী,আহলে সুন্নাত পৌরশাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী তালিমাতে সুফিয়া মিশন -এর সাধারণ সম্পাদক আনোয়ার রেজা আশরাফী প্রমুখ।

এছাড়াও এ আয়োজনকে ঘিরে একত্রিত হন বিভিন্ন সূফীবাদী সংগঠন, নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, সারকারে কাঁলা ফাউন্ডেশন, আঞ্জুমান এ গাউসিয়ার, তালিমাতে সুফিয়া মিশন বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ। শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, শেখ ফরিদ আশরাফী,তারপর একে একে বক্তব্য দেন মাওলানা গোলাম কাদের আশরাফী, খালিকুর রহমান আশরাফী ও শেখ নিজামউদ্দিন আশরাফী প্রমুখ অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। যা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল। আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট সৈয়দপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফীকে সভাপতি ও মো. আবু রায়হান আশরাফীকে সাধারণ সম্পাদক, মো. সাজু আশরাফীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

জানতে চাইলে সাধারণ সম্পাদক আবু রায়হান আশরাফী জানান, আঞ্জুমান এ আশরাফীয়া  চ্যারিটেবল ট্রাস্ট শুধু বাংলাদেশে নয়,বিশ্বব্যাপী মানবতার মহান ব্রত সাধনে নিরলস কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় সৈয়দপুরে আমারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প,কম্পিউটার প্রশিক্ষণ, খাদ্য ও বস্ত্রবিতরণ,রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছি, এসব কাজের অনুপ্রেরণা পাই আমাদের পৃষ্ঠপোষক কায়েদ এ মিল্লাত সৈয়দ মাহমুদ আশরাফ জিলানীর (মা.জি.আ)’র থেকে । আবু রায়হান আশরাফী হামদ ও নাত পরিবেশন করেন ও মাওলানা ইমরান হাবিব আশরাফী হৃদয়স্পর্শী মোনাজাত পরিচালনা করেন। এই মহতী আয়োজনকে সফল করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উপস্থিত সবাই আঞ্জুমান এ আশরাফীয়ার সমাজসেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *