এপ্রিল ১৯, ২০২৫
Home » গুপ্টি পশ্চিম ইউনিয়ন জামায়াতের আয়োজনে বিশিষ্ট  ব্যাক্তিবগ ও গুনীজনদের সম্মানে ইফতার মাহফিল 
IMG_20250316_174638_9

মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ  জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি  পশ্চিম ইউনিয়ন জামায়াতের আয়োজনে  বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।  রবিবার  ১৬ই মার্চ বিকাল ৪টায় খাজুরিয়া বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে। এতে সভাপতিত্ব করেন ৬ নং,ইউনিয়ন  জামায়াতের আমির মাও,আঃ হান্নান, চঞ্চলনায় ইউনিযন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আমির ও( চাঁদপুর ৪ ফরিদগঞ্জ) সংসদীয় আসনের পদপ্রার্থী  মাও, বিল্লাল হোসেন মিয়াজী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর শহর সেক্রেটারি  বেলায়েত হোসেন শেখ
জামায়াতে ইসলামী বাংলাদেশ শিক্ষক ফেডারেশন ও জেলা সেক্রেটারি, ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আমির মাওলানা ইউনুস হেলাল, উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা জাকওয়ান চৌধুরী প্রমূখ। এছাড়া আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বিল্লাল হোসেন মিয়াজী তার বক্তব্যে বলেন,হে ঈমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের আগের লোকেদের প্রতি ও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকিন হতে পার।
আর এই রমজান মাসে  পবিত্র কুরআন   নাজিল হয়েছিল। তাই আমরা বেশি বেশি করে   কোরআন তেলাওয়াত করব। এবং রমাদানের  তাৎপর্য মেনে চলবো এই সময়  তিনি দূ-হাত তুলে  মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন কবরবাসী জন্য, এলাকাবাসীর জন্য, এবং ৫ আগস্টেট আগে পরে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের  মাগফেরাত কামনা করেন,যারা দেশ রক্ষা করতে গিয়ে আন্দোলন সংগ্রামে পঙ্গুত্ববরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন। আগামী দিনে যেন এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়  দেয়া কামনা করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *