

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে আফতাব উদ্দিন(৫৫) নামের এক প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের ৪নং ওয়াডের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। শনিবার ১৫মার্চ রাত ১১টার সময় আমঝুপি সখিনার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনারদিন রাতে আফতাব দোকান বন্ধ করে দোকান ঘরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ দোকান ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে দোকানে থাকা শারীরিক প্রতিবন্ধী আফতাব আগুনে পুড়ে মারা যান এবং দোকানের মালামাল পুড়ে যায়।
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদী দোকানী মৃত্যু হয়েছে এবং প্রায় ২ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। এদিকে গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, এবং আগুনে পুড়ে শারীরিক প্রতিবন্ধী মুদী দোকানী আফতাব মারা যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন, এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ।। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদী দোকানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।