

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট
সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, রাজনীতিবিদ, তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন হৃদয়ে জকিগঞ্জ, সিলেট। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেল ৪টায় সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে সংগঠনের সভাপতি হাফিজ শাহিদুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে অথিতি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট সেন্ট্রাল কলেজের প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সিলেট জেলা খেলাপত মজলিসের সহ-সভাপতি ও হৃদয়ে জকিগঞ্জ সিলেটের উপদেষ্টা মাওলানা মুখলিসুর রহমান, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ, সিলেটের উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী ভিপি, সিলেট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান পাপলু, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল আবদুল ওয়াদুদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আবদুল হান্নান, ইছামতি ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. জালাল আহমদ, সিলেট জেলা যুব দলের সহ-সভাপতি শাহিন আহমদ, সার্ক কলেজের প্রিন্সিপাল মহি উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সহ-সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আজকের সংবাদ২৪.কম-এর সম্পাদক ফয়জুল আহমদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, সাবেক সভাপতি মখলিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক রায়হান উদ্দিন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সদস্য শামিম বিল্লাহ, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট কম্বাইন্ড রোটারি ক্লাবের সহ-সেক্রেটারী ডাক্তার মুস্তফা আহমদ আজাদ, জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি হাবিবুর রহমান মাসরুর, জকিগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের জকিগঞ্জ প্রতিনিধি হুসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ একতা ফোরামের সহ সভাপতি ডাক্তার শাহিদুর রাহমান, শাহ দিদারুল আলম, এডভোকেট মোস্তাক আহমদ, মারকাজুত তাকওয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জামিল আহমদ সহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী।