

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে কোলকোন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আলোচনা সভা দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোববার (১৬ মার্চ) কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে বাদ আসর হতে আলোচনা সভা, দোয়া পরিচালনা ও ইফতার বিতরনেরর মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোলকোন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় , কোলকোন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: আমিনুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন রংপুর জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি, রংপুর ১ গংগাচড়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: নায়েবুজ্জামান। উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দীন। উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা অধ্যক্ষ রোকনুজ্জামান। গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আব্দুর রশিদ মাস্টার সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এরকম খোলা আকাশের নিচে মুসলিম তৌহিদী জনতাকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম কুরআন ও হাদিসের আলোচনা করতে পারেননি। ৫ আগস্টের পর ইসলামের কথা মানুষের কর্ন গোছর করার সুযোগ এসেছে বলে তিনি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সেইসাথে তিনি তার আলোচনায় পবিত্র রমজান মাস কুরআন নাজিলের মাস। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে প্রধান অতিথি সমবেত সবাইকে নিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।