

লামা গজালিয়া, বমুবিলছড়ি ও সরই ইউনিয়নের কারবারিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ রোববার (১৬ মার্চ) দুপুরে গজালিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত পাড়া কারবারি, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, নিজেরা সুসংহত থেকে ভ্রাতৃত্ব বজায় রাখলে শান্তি নিশ্চিত হবে। সবাই মিলে ভালো থাকতে পারাটা কেবল সুসম্পর্ক দিয়ে সম্ভব হয়। সকল কমিউনিটিকে বন্ধুত্বের সম্পর্কের পুরোটাই কাজে লাগাতে হবে। পাড়ার কারবারি, মুরুব্বি, পিতা মাতাদেরকে সজাগ দায়িত্বশীল হতে হবে। খেয়াল রাখতে হবে, পড়া লেখার বাহিরে সন্তানরা অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত হচ্ছে কিনা।
তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, নাশকতার সন্দেহ হলে নিরাপত্তা বাহিনী বা প্রশাসনকে জানানো একজন সুনাগরিকের দায়িত্ব। মতবিনিময়কালে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, সন্ত্রাসীগোষ্ঠীগুলোর অপতৎপরতাসহ পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ বিদ্ধেষী কর্মকান্ডে জড়িতদের সম্পর্কে তথ্য দিন। টঙ্গঝিরিতে গাজীর বাগানে সন্ত্রাসী বাহিনী অবস্থান করে বলে কারবারিরা অভিযোগ করেন। লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, সন্ত্রাসীদের কর্মকান্ড সম্পর্কে সময় ক্ষেপন না করে মোবাই ম্যাসেঞ্জারে দ্রুত জানিয়ে দিবেন। অনুষ্ঠানে গজালিয়া ক্যাম্পের অন্যান্য সামরিক অফিসার, স্থানীয় সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন