এপ্রিল ১৯, ২০২৫
Home » শেরপুরের নকলায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ২টি অবৈধ ইটভাটা
Oplus_131072

Oplus_131072

মো:কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ২টি অবৈধ ইটভাটা। রবিবার সকালে শেরপুরের নকলা উপজেলার সেভেন স্টার ব্রিকস ও চমক ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের
অভিযান চালিয়ে ইটভাটা ২টির চিমনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াসহ ইটভাটাগুলোর সকল র্কাক্রম বন্ধ করে দেওয়ার আদেশ দেয় প্রশাসন।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। ওই সময় সার্বিক সহযোগিতায় ছিল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য ও বিদ্যুৎ অফিসের কর্মচারীগণ। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *