এপ্রিল ১৯, ২০২৫
Home » শেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
PIC 389389389(389)

মো: কায়সার উদ্দিন,সিনিয়র স্টাফ রিপোর্টার 

জেলা প্রশাসন,শেরপুর এর আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় রবিবার (১৬ মার্চ) দুপুরে নারীদের অংশগ্রহন বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জেলা প্রশাস কের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ রাজীব-উল- আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীন জনগনের ন্যায় বিচার সহজতর করার লক্ষে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুজ্জামান চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: লুৎফুল কবীর, গ্রাম আদালতের প্রজেক্ট কো—অর্ডিনেটর মারুফ আহম্মেদ, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো: গোলাম রব্বানী, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। কর্মশালায় শেরপুর জেলার ৫ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও ৫ উপজেলার গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *