

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিজনেস ম্যানেজমেন্ট (BM) কলেজ গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (BM) পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু ২০২৫ সালের বোর্ড পরীক্ষার জন্য কোনো পূর্বঘোষণা বা কারণ দর্শানো ছাড়াই শিক্ষা বোর্ড কেন্দ্রটি বাতিলের অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সকাল ১০টায় কলেজে বিক্ষোভে ফেটে পড়ে এবং অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বছর ধরে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি প্রতিষ্ঠানের কেন্দ্র কীভাবে হঠাৎ করে বাতিল করা হয়? এর পেছনে কার স্বার্থ লুকিয়ে আছে? আমাদের ভবিষ্যৎ নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে?”
শিক্ষার্থীদের দাবি, “এই কলেজের পরীক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, উচ্চশিক্ষা গ্রহণ করছে, দেশের বিভিন্ন খাতের সম্মানজনক পেশায় যুক্ত হয়েছে। তাহলে হঠাৎ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কেন? কার নির্দেশে এবং কাদের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হলো?”
সাত দিনের মধ্যে কেন্দ্র পুনর্বহালের দাবি
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—এক সপ্তাহের মধ্যে শিক্ষা বোর্ড যদি কেন্দ্র পুনর্বহাল না করে, তাহলে নারায়ণগঞ্জের প্রধান প্রবেশপথ চিটাগং রোড অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আগামীকাল নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। প্রয়োজনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতীয়ভাবে বিষয়টি তুলে ধরা হবে এবং আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
শিক্ষার্থীরা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই অন্যায় সিদ্ধান্ত দ্রুত সংশোধন করতে হবে। অন্যথায়, আমরা রাজপথে নামতে বাধ্য হব, এবং পরিস্থিতির অবনতি হলে এর সম্পূর্ণ দায়ভার শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।”