এপ্রিল ১৯, ২০২৫
Home » ১৯ দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন
WhatsApp Image 2025-03-17 at 15.59.31_9e51c84d

বিশেষ প্রতিনিধি :

 

১৯ দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন জাতীয় প্রেসক্লাবের সোমবার ১১ টায় অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি ও স্থিতিকে মজবুত করার লক্ষে সরকার গৃহিত সংস্কার কার্যক্রমকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে যে সকল কমিশন গঠন করা হয়েছে এ সকল কমিশনকে আমরা অভিনন্দন জানাই। পাশা পাশি জুলাই আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যু্ত্থানের মধ্যদিয়ে দীর্গ ১৬ বছর ধরে জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাঁড়ের উপর জবরদস্তি চেপে বসে সম্পূর্ণ ফ্যাসিবাদ শাসনের মাধ্যমে এদেশের সকল রাজনৈতিক দলের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল। একইসাথে গণ অভ্যুত্থান প্রতিহত করতে ফ্যাসিবাদ সরকারের দলীয় মন্ত্রী, এমপি, ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতা কর্মিরা প্রত্যক্ষ ও পরোক্ষ কায়দায় ছাত্র জনতা তথা বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মিদের ওপর গুলিবর্ষণ, হত্যা, গুম, নির্যাতন, আয়নাঘরে রেখে অমানবিক পরিস্থিতির মধ্যে তাদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। তাদের সঠিক বিচার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সরকার গঠন করে জনগনের প্রত্যাশিত অবাধ-নিরপক্ষ ও অংশগ্রহন মূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। জাতীয় ঐক্য গঠনে প্রধান উপদেষ্টার আহবানে সাড়া দিয়ে আজ ১৭ মার্চ ২০২৫ ইং তারিখে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ১৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও মিডিয়া উইং চীপ শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আল মনি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ. আর. এম. জাফরুল্লাহ চৌধুরী, স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রফেসর এ আর খান, জাতীয় মুক্তি দল পার্টির চেয়ারম্যান এটিএম বীরমুক্তিযোদ্ধা মমতাজুল করিম, বাংলাদেশ জনতা পর্টির চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রিন্সিপাল এম আর করিম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ডা. মোঃ জুয়েল সমট্রা চিসতী, সিটিজেন পার্টির চেয়ারম্যান ড. আসলাম আল মেহেদী, বাংলাদেশ ইসলামী সাম্যবাদী দল পার্টির চেয়ারম্যান মুফতি নুরুল আমিন, বি.আর.পি পার্টির চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হিরু, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন পার্টির সভাপতি চেয়রম্যান খাজা মহিবউল্লাহ শান্তিপুরী, স্বদেশ পার্টির চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান দেশ প্রমুখ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *