

ফাত্তাইন নাঈম, স্টাফ রিপোর্টার মোংলা
বাগেরহাটের চিতলমারীতে যুবদল নেতা পরিচয়ে দুই মৎস্যজীবির কার্ডের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামবাসিরা মানববন্ধন করেছেন। ভুক্তভোগী রঞ্জিত পান্ডে ও পরিমল বালা জানান, সরকারি সহায়তা হিসেবে তাঁরা জনপ্রতি ৭৬ কেজি চাল পান। গত ১৩ মার্চ দুপুরে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে ফেরার পথে ইস্রাফিল শিকদার, শাহা আলম শিকদার ও আরিফুল ইসলাম যুবদল নেতা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁদের চালের অর্ধেক ছিনিয়ে নেন। এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
অভিযুক্ত ইস্রাফিল শিকদার উপজেলার চরডাকাতিয়া গ্রামের সত্তার শিকদারের ছেলে, শাহা আলম শিকদার একই গ্রামের আরিফুল শিকদারের ছেলে এবং আরিফুল ইসলাম কেরামত আলীর ছেলে। ঘটনার চার দিন পর সোমবার এলাকাবাসি প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন, যেখানে নারী-পুরুষসহ অনেকে অংশ নেন। এ বিষয়ে জানতে চাইলে ইস্রাফিল শিকদার বলেন, “চাল ছিনিয়ে নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য অনিমেষ পান্ডে জানান, “কিছু লোক জোর করে রঞ্জিত পান্ডে ও পরিমল বালার চাল কেড়ে নিয়েছে। এ ঘটনার প্রতিবাদেই গ্রামবাসিরা মানববন্ধন করেছে।
চিতলমারী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন বলেন, “শুনেছি ইস্রাফিলসহ কিছু লোক যুবদলের নাম ভাঙিয়ে চলে। কিন্তু তাঁরা যুবদলের কেউ নয়। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তা বরদাস্ত করা হবে না।এ বিষয়ে চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, “এ বছর উপজেলায় ৪১০ জন মৎস্যজীবির তালিকা করা হয়েছে, যার মধ্যে চরবানিয়ারী ইউনিয়নের জন্য ৪০টি কার্ড বরাদ্দ রয়েছে। মৎস্যজীবিদের চাল কেড়ে নেওয়া অপরাধ। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।”