এপ্রিল ১৯, ২০২৫
Home » জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা
Screenshot_20250317_200108 (1)

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর ক্রাইম রিপোর্টার

মেহেরপুরের মুজিবনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন তিনটি প্রতিষ্ঠানকে মোট=২৭ হাজার টাকা জরিমানা করেন। সোমবার ১৭ মার্চ-২০২৫ দুপুরে দিকে মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান মুজিবনগরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , কেদারগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেসার্স গিয়াস ফার্মেসিকে ৫ হাজার টাকা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে শফি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অভিযোগে নিউ বিগ বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি দল,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *