এপ্রিল ১৯, ২০২৫
Home » টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ মাদককারবারী জাহাঙ্গীর আটক১
Facebook_creation_A9875F89-F74C-4090-A13D-FB79149FA641
নুরুল আলম ,টেকনাফ  কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে  নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ (রবিবার)দিবাগত-রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটকের পর তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ০১টি ওয়ান শুটার, তাজা গোলা,দেশীয় ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায় আটককৃত আসামি রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *