এপ্রিল ১৯, ২০২৫
Home » ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্নঃমাসে মাসে চলবে অভিযান
Messenger_creation_8CA5C5B4-6B8A-471F-9CF6-912ACEC55250

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধি     

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি কিন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
অভিযানে অংশ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক জয়ন্ত কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আরও অনেকে। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই আমাদের মূল লক্ষ্য। এখানে আসা রোগীরা যেন স্বস্তিদায়ক পরিবেশে থাকতে পারেন, সেদিকে আমরা নজর দিচ্ছি। এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান কর্মকর্তারা।”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *