এপ্রিল ১৯, ২০২৫
Home » দুপচাঁচিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Screenshot_20250318_110545 (1)

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ  উপলক্ষে গতকাল সোমবার ১৭মার্চ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম বেলাল হোসেন ও সাহিত্য সম্পাদক দেওয়ান পলাশের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, থানা বিএনপির সভাপতি এ কে এম  মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, ক্লাবের  উপদেষ্টা অবঃসেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ক্লাবের সদস্য আখতারুজ্জামান তুহিন প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী  ও ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব জোবায়ের আহম্মেদ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *