

মো: ফোরকান জামান, বেনাপোল (যশোর) প্রতিনিধি
ধলদাহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক চেয়ারম্যান মরহুম জিন্নাতুল্লাহর মেজো ছেলে নূর হোসেন (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ মার্চ) বিকেল ৪টায় নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধলদাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম
যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ইমাদাদুল হক ইমদা, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। মরহুম নূর হোসেনের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।