

মোঃ ফোরকান জামান, বেনাপোল (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ রমজান, ৮ নং বাগাআঁচড়া ইউনিয়নে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ মার্চ) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে ওয়ার্ডভিত্তিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, “দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রে ইফতার করেন। শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা ইফতার মাহফিলে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিএনপির কোনো নেতা-কর্মী কোনো ধরনের মারামারি, চাঁদাবাজি, দখলবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। কেউ এসব কাজে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”
তারা আরও জানান, “সরকারি টিসিবির চাল ও অন্যান্য পণ্য বিতরণ প্রশাসনের দায়িত্ব। কোনো বিএনপি নেতা-কর্মী যদি এতে জড়িত হন, তবে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত নেতৃবৃন্দ ও আয়োজকরা ইফতার মাহফিলের আয়োজনে উপস্থিত ছিলেন ৮ নং বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তারসহ ২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, ৮ থেকে ২০ রমজানের মধ্যে ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করা হবে।