এপ্রিল ১৯, ২০২৫
Home » বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে নাম কাটতে চাঁদা দাবি
IMG_20250317_192818

মোস্তাক আহমেদ (বাবু) রংপুর

আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দো -লনে হত্যাচেষ্টা মামলা থেকে নাম কাটতে আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। রংপুরের ব্যবসায়ী অমিত বণিক,সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই আদেশ দেন,মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(১ম আদালত) রংপুরের বিচারক মোঃ সোয়েবুর রহমান।
সূত্রে জানা যায় ঃ এর আগে পুলিশি পাহারায় রংপুরের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়া হয়। ব্যবসায়ী অমিত বনিককে,এরপর চাঁদাবাজির বিষয়ে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজার রহমান ১০ দিনের পুলিশ রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন,সেই সঙ্গে আগামী ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখি- লের জন্য হাজিরার দিন ধার্য করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ১৩ই নভেম্বর,রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে,একটি মামলা হয়। মামলার পর মামলা থেকে নাম কাটাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোঃ শিবলী কায়সারের নামে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির করেন,ব্যবসায়ী অমিত বণিক। ঘুষ দাবির কথো – পকথনের কয়েকটি অডিওসহ থানায় জমা দেন লিপি খান ভরসা উল্লেখ্য যে তার পরে,ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার,পলাশ হাসান অমিত বণিকের নামে মামলা দায়ের করেন পুলিশ।  এরপর অমিত বণিককে থানায় ডেকে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশ গ্রেফতার করেন।  এ বিষয়ে  কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মামলাটি গুরুত্ব সহকারে তদন্তের আদেশ দিয়েছেন,মামলার তদন্ত- কারী কর্মকর্তা মাহফুজ রহমান কে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *