

সাব্বির হাসান,যশোর জেলা প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার সাধারণ মানুষের জন্য দিন-রাত ছুটে চলেছেন, একজন রাজনৈতিক নেতা যার সুনাম সাধারণ মানুষের মুখেমুখে মুখেমুখে ফুটে উঠেছে। বিপদগ্রস্ত সাধারণ মানুষ সকাল-থেকে রাত অবধি তার-বাড়ি, অফিসে ভিড় দেখা যায়। গত আ.লীগ সরকার ক্ষমতায় থাকতে গ্রাম-অঞ্চলের বহু পরিবার আ.লীগ নেতৃবৃন্দের হাতে নির্যাতিত। ফলে বিভিন্ন শ্রেণীর মানুষ ন্যায়-বিচার পেতে ছুটে আসেন,এই মানুষটির কাছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মণিরামপুর উপজেলার কৃতি সন্তান মণিরামপুর বিএনপির সভাপতি এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন। যার সুনাম এখন সাধারণ মানুষের মুখেমুখে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত আ.লীগ সরকার আমলে ওই নেতার বিরুদ্ধে একাধিক মিথ্যা বানোয়াট নাশকতা মামলা বিচারাধীন রয়েছে। আ.লীগ সরকারের প্রতিহিংসার রাজনীতি থেকে হামলা মামলার শিকার হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ ওই ব্যক্তি নিজের কষ্ট উপলব্ধি করেই আজ মানুষের সেবা করে যাচ্ছেন। যখনই সাধারণ কোন মানুষের বিপদ হয়, তার কাছে সংবাদ পৌছালে তিনি ছুটে যান, বিপদগ্রস্ত মানুষের কাছে। ফলে সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছে। এবিষয়ে কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা গ্রামের তরিকুল ইসলাম নামে একজন বলেন, গত আ.লীগ সরকারের আমলে আমাকে বিভিন্ন ভাবে হেনেস্তা করেছে স্থানীয় এক আ.লীগ কর্মী তার নেতাদের মাধ্যমে। আমি আ.লীগ বিএনপি বুঝিনা, যে মানুষ মানুষের জন্য কাজ করে সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করেন, তিনি আমার নেতা। তিনি আরো বলেন এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন ভাইকে যেনো আল্লাহ দীর্ঘায়ু দান করেন আমি সেই দোয়া করি, তার মতো ভালো মানুষ মণিরামপুর উপজেলায় দ্বিতীয় আর একটিও নেই। এরকম শত শত সাধারণ মানুষের সমস্যা সমাধান করে চলেছেন এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন। এব্যাপারে কথা হয় সাধারন মানুষের হৃদয় কাড়া ব্যক্তির সাথে তিনি বলেন, মানুষ-মানুষের জন্য, আমি সাধারণ মানুষের জন্য যতদিন বেঁচে আছি কাজ করে যাব। আ.লীগ সরকার ক্ষমতায় থাকতে সাধারণ অসহায় মানুষ বিভিন্ন নিপিড়ন নির্যাতনের শিকার হয়েছে। এখন সেই মানুষ গুলোকে সহযোগিতা করাইতো আমার মুল দায়িত্ব।
আমরা রাজনীতি করি, মানুষের জন্য জীবন উৎস্বর্গ করায় আমাদের কাজ। আমার এখানে শ্রমিক থেকে শুরু করে সাধারণ অসহায় মানুষ আসে, আমি তাদের জন্য আমার সাধ্যের মধ্যে যেটুকু পারি তাদের সেবা করে যায়। আর মানুষের সেবা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। অতএব মানুষ আমাকে ভালোবাসলে আমার জীবনও সুন্দর হবে। গত আ.লীগ সরকারের কাছে আমি যে রকম হয়রানির শিকার হয়েছি। আমি চায় এরকম হয়রানির শিকার আমার মণিরামপুরের কোন মানুষ যেনো আর না হয়। আমি তারেক জিয়ার সৈনিক আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমি বিএনপির সকল নেতা নেতৃবৃন্দকে অনুরোধ করি, তারেক জিয়ার আদর্শে মানুষের জন্য সবাই কাজ করুন। দেশ-সমাজে ভালো কাজে ভূমিকা পালন করলে আমাদের সকলের জন্য ভালো কিছু মহান আল্লাহ দান করবেন। এটাই প্রত্যাশা করছি। পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।