এপ্রিল ১৯, ২০২৫
Home » রাজশাহীতে জুলাই-আগস্টে নিহত যুবদল  নেতার পরিবারে তারেক রহমানের ঈদ উপহার
1000054725

আতিকুর রহমান (তনি সরকার) গোদাগাড়ী প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই-আগস্টে নিহত যুবদল নেতার পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রাজশাহী মহানগরীর গুড়িপাড়া নিহত  যুবদল নেতা মিনালের পরিবারের পাশে এ ঈদ উপহার পৌঁছে দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল রবি। সোমবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় গুড়িপাড়া নিহত মিনালের পরিবারকে এ উপহার প্রদান করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার ও নিহত যুবদল নেতা মিনালের পরিবারের খোঁজ খবর নেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এসময় যুবদলের আরও অনেকেই উপস্থিত ছিলেন।  রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই-আগস্টে আহত-নিহতদের পরিবারের পাশে ও তাঁদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। প্রয়োজনে তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *