এপ্রিল ১৯, ২০২৫
Home » শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী সনদীতে ডুবে শিশুর মৃত্যু
PIC 352352352(352)

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় সোমবার (১৭ মার্চ) দুপুরে চেল্লাখালী নদীর গভীর গর্তের পানিতে ডুবে আবির হোসেন নামের ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবির হোসেন ওই গ্রামের শেখ ফরিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার চেল্লাখালী নদীতে আবির হোসেন তার সমবয়সী অপর বন্ধুকে নিয়ে গোসল করতে যায়। ওই নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তালনের ফলে সৃষ্ট গভীর গর্তে অসাবধানতাবশত পড়ে যায় আবির হোসেন।

এ সময় তার সহযোগী বন্ধু বাড়িতে গিয়ে আবির হোসেন পানিতে ডুবে গেছে বলে জানায়। পরে স্বজনরা নদীতে ছুটে গিয়ে আবির হোসেনকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে মাছ ধরার জাল দিয়ে আবির হোসেনকে নদীর গভীর পানি থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত শিশু আবির হোসেনের মরদেহ হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *